মঙ্গলবারই ওড়িশার রাজধানী ভূবনেশ্বর পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি যাচ্ছেন পুরীতে। কথা আছে বুধবার বিকেলেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরেও পুজো দেবেন। কিন্তু এদিনই চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। কোনও দর্শণার্থী ও ভক্তকেই ওই সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এক বিশেষ আচার-অনুষ্ঠানের জন্য বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে জগন্নাথ মন্দিরের দরজা। বাংলার মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে পুরীর মন্দির বন্ধ রাখা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
প্রসঙ্গত, মঙ্গলবার ভূবনেশ্বরে পা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন. ‘যখনই ওড়িশা আসি, আমি চেষ্টা করি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার। এবারও যাব’। তিনি আগেই জানিয়েছিলেন, বাংলার মানুষের মঙ্গলকামনায় জগন্নাথ দেবের কাছে পুজো দেবেন। পুরীতে এসে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন। বাঙালির অতি প্রিয় ভ্রমণ ঠিকানায় রাজ্য সরকারের অধীনে একটি অতিথি নিবাস বা গেস্ট হাউস নির্মানের কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী। ওই অতিথি নিবাসের জন্য বেছে রাখা জমি দেখবেন এবং নকশাও খতিয়ে দেখবেন। এরপরই তাঁর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ রীতি পালনের অনুষ্ঠান পড়ে যাওয়ায় এখন পুজো দেওয়ার বিষয়টি কি হয় সেটাই দেখার।