রাজ্য

এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

এবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে ফিরেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ কেন জঙ্গলমহল সফরকে বেছে নিলেন তিনি?‌
জানা গিয়েছে, জঙ্গলমহলে লোকসভায় একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। এখানে মাটি শক্ত করেছে বিজেপি। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তার আগেই নিজেই দেখে নিতে চাইছেন এখানকার সংগঠনের অবস্থা। ছত্রধর মাহাতো এখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এনআইএ পুরনো মামলায় পিছু নিয়েছে তাঁর। এই পরিস্থিতিতে জঙ্গলমহল কতটা হাসছে তা দেখতেই এই সফর বলে মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, আগামী ৬–৭ অক্টোবর মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক করবেন। ৬ অক্টোবর খড়গপুরে এবং ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির পর্যালোচনা করবেন। এখানে কয়েকটি বিষয়ে কল্পতরু হয়ে উঠতে পারেন তিনি। পুজোর মুখে বড় কোনও ঘোষণাও হতে পারে। আসলে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে এই সফর।
জানা গিয়েছে, এখানে সামান্য কয়েকজন অফিসার থাকবেন। অন্যান্যদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে হবে। কৃষি, পঞ্চায়েত, সেচ, ভূমি, স্বরাষ্ট্র এবং মুখ্যসচিব প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। একদিকে কোভিড পরিস্থিতি এবং অন্যদিকে জঙ্গলমহলে মাওবাদীদের নতুন করে আনাগোনা শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীর সফরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন।