পুজো উপলক্ষে চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী ও তার স্ত্রী বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলার জন্য উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপহারের ছবি পোস্ট করে টুইটারে মুখ্যমন্ত্রী মমতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। টুইটারে তিনি লিখেছেন, পুজোয় এত সুন্দর উপহার পাঠানোয় ধন্যবাদ দিদি।
পুজোসহ নানা উৎসবে খ্যাতনামা ব্যক্তিদের উপহার পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিথিলার জন্য পাঠিয়েছেন নীল শাড়ি, সঙ্গে সবুজ-গোলাপির চওড়া পাড়। সৃজিতের জন্য লাল রঙের পাঞ্জাবি পাঠিয়েছেন মমতা।
গত বছর ডিসেম্বরে সৃজিত-মিথিলা বিয়ে করেন। এ বছর ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের পর এবার তাদের প্রথম দুর্গাপুজো।