নরেন্দ্র মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা মঞ্চ থেকে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন অন্য কোনও আসন থেকে লড়ার প্রশ্নই নেই, নন্দীগ্রামেই জিতছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের প্রথম দুটি দফায় অন্তত ৫০টি আসন তৃণমূলই জিতেছে। শুক্রবার দিনহাটার সভায় এই মন্তব্যই করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি। আমিই নন্দীগ্রামে জিতব। কিন্তু শুধু আমি জিতলেই হবে না, ২০০–র বেশি আসনে জিততে হবে।’ এদিন কোচবিহারের সভায় বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি। আমিই নন্দীগ্রামে জিতব।’
উল্লেখ্য, উলুবেড়িয়ার সভা থেকে মোদী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘নন্দীগ্রামে একটু আগে যা হল তাতে স্পষ্ট নিজের হার মেনে নিয়েছেন দিদি। বাংলায় আসছে বিজেপি। শোনা যাচ্ছে দিদি নাকি আরও এক কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন।’ মোদীর এই মন্তব্যের পরই রাজনীতির ভোট ময়দানে আরও একবার ওঠে জল্পনার ঝড়।
নন্দীগ্রামের ভোটের পালা মিটতেই এবার উত্তরবঙ্গকে পাখির চোখ করেছেন মমতা। গত লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিমাঞ্চলের মতোই উত্তরবঙ্গেও খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে। তাই এবার বাড়তি নজর দেওয়া হচ্ছে এই অঞ্চলে। সকাল ন’টা নাগাদ নন্দীগ্রামে নিজের অস্থায়ী বাসস্থান থেকে বেরোন মমতা। সেখান থেকে দমদম বিমানবন্দরে এসে বাগডোগরার বিমান ধরে শিলিগুড়ি পৌঁছন। সেখান থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।