দলীয় সুপ্রিমোর ভুল ধরলেন তাঁরই দলের সাংসদ। শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় আয়োজিত হয়। দিন কয়েক আগে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার -এর ওপর বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে এই জনসভা।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের দোর্দণ্ডপ্রতাপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন দুই বিধায়ক অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১১ সালে ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয়, বদল চাই। কিন্তু আমি বলছি, সেদিন দিদি ভুল বলেছিলেন। সেদিন দিদির বলা উচিত ছিল, বদলার বদলে বদলা চাই।”
অন্যদিকে এদিন মঞ্চে থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। এদিকে বিগত দিনে ভদ্রেশ্বরের ভিখারি পাশওয়ান থেকে রিজওয়ানুর, নন্দীগ্রাম থেকে সারদা মামলার নিষ্পত্তি না হওয়া নিয়ে সিবিআইকে কটাক্ষ করেন। একই সাথে তিনি বলেন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার -এর মত তৃণমূলের আর কোন জনপ্রতিনিধি বিরোধীদের দ্বারা আক্রান্ত হলে তাঁরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন।
এদিন মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন জীবিত থাকবেন ততদিন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। অন্যদিকে এই মঞ্চ থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের হুঙ্কার, “১১বছর চুপচাপ ছিলাম। কিন্তু মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জীকে চোর বললে পাল্টা হবে!”