দেশ ব্রেকিং নিউজ

নীতি আয়োগ বৈঠকে যোগ দিতে অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি রওনা মমতার

শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে বিমানবন্দর থেকে তিনি সোজা বঙ্গভবন যাবেন তিনি। সেখানে দলীয় সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে বলে জানিয়েছেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি।

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। লোকসভা নির্বাচনের পর এটাই তাঁর প্রথম দিল্লি যাত্রা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। এর ফলে শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যোগ দেবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারই দিল্লি যাচ্ছেন মমতা।