দেশ ব্রেকিং নিউজ

ওড়িশা যাচ্ছেন মমতা

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। বহু মানুষ নিখোঁজ। মৃতদেহের ছবি দেখে দেহ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন প্রিয়জনরা। সবমিলিয়ে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও ১০১টি দেহ শনাক্ত করা বাকি রয়ে গিয়েছে বলে খবর। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য এই গরমে পাহাড় সফর বাতিল করে ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৭৫ জন যাত্রী। আহতের সংখ্যা ১ হাজারের বেশি। ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার রিঙ্কেশ রায় জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ২০০ জন ভর্তি রয়েছেন। ছাড়া পেয়ে গিয়েছেন প্রায় ৯০০ জন। এখনও ১০১টি দেহ শনাক্ত করা যায়নি বলে সংবাদ সংস্থা এএনআই-সূত্রে খবর।

জানা গিয়েছে, ভুবনেশ্বরের মর্গেই রয়েছে ১৯৩ টি দেহ। মাত্র ৮০ জনকে শনাক্ত করা গিয়েছে। পরিবার-পরিজনের হাতে তুলে দেওয়া হয়েছে ৫৫টি দেহ। এখনও দেহ শনাক্তকরণ চলছে। পরিচয় মিললেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হচ্ছে। মৃতদের মধ্যে অধিকাংশ যাত্রীই বাংলার নাগরিক বলে জানা গিয়েছে। এর আগে বাংলা থেকে মারা গিয়েছেন, এমন ৬২ জনের তালিকা হাতে পেয়েছিল মমতা সরকার। তবে এখনও অনেকে নিখোঁজ। কার্যত সেকারণেই মঙ্গলবার ফের তিনি ওড়িশা যাচ্ছেন। এদিন কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন মমতা। প্রথমে কটকে যাবেন, তারপর হেলিকপ্টারে করে আকাশ পথে ভুবনেশ্বর এইমস-এ গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে।

অন্যদিকে মঙ্গলবার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে জিআরপি। তার পরিপ্রেক্ষিতেই এদিন সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সিবিআইয়ের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা দ্রুত প্রকাশ্যে আনতে মরিয়া সিবিআই।