রাজ্য লিড নিউজ

শেষ পর্বের প্রচারে মমতা

কলকাতা পুরভোটের প্রচারপর্বে ঝড় তুলে দিয়েছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে প্রচার থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা সমাধান, সাথে চমক রাখতে টেলি তারকাদের নিয়ে চলছে পাড়ায় পাড়ায় প্রচার। এবার পুরনোদের সঙ্গে নতুনদের মিশেল রাখা হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। মহিলা সংরক্ষণের বাইরেও অতিরিক্ত প্রার্থী দেওয়া হয়েছে। জমজমাট প্রচারের একেবারে শেষ মুহুর্তে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচারে নামছেন তৃণমূলনেত্রী নিজে।

এই পুরভোটে বেশিরভাগ আসন জিতবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল। সেই সাথে তৃণমূলের দাবি, বিরোধী দলগুলি দশের অঙ্কও পেরোতে পারবে না। দলীয় সমীক্ষায় জানা গিয়েছে, শুধু আসন সংখ্যাই নয়, ভোট শতাংশের পরিমাণও বাড়বে। একুশের ভোটে বিজেপিকে ঠেকিয়ে বড় জয় পেয়েছে তৃণমূল। তারপরই দলকে জাতীয় স্তরে বিস্তার দেওয়ার কাজ শুরু করেছেন অভিষেক।

ত্রিপুরায় ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল । বিরোধী দলের মর্যাদা পেয়েছে মেঘালয়ে। আগামী বছরের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। তার আগে সেখানেও দলকে রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সবরকম চেষ্টা চলছে। গোয়ায় বাংলা মডেলে ‘গৃহলক্ষ্মী কার্ড’-এর ঘোষণা করে সেখানে ইস্তাহার প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্য বা ভিনরাজ্যে, গ্রাম ও শহরে তৃণমূলকে নিয়ে আগ্রহ বাড়ছে।

কলকাতা পুরভোটের প্রচারে বৃহস্পতিবার থেকে পরপর দু’দিন মহামিছিল রয়েছে অভিষেকের। ১৬ তারিখ দুপুর দু’টোয় প্রথম মহামিছিল বড়বাজারের রাজাকাটরা থেকে শিয়ালদহ হয়ে বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া পেরিয়ে শশীভূষণ দে স্ট্রিট পর্যন্ত। পরদিন ঢাকুরিয়া এলাকা থেকে দ্বিতীয় মহামিছিল অভিষেকের।