কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

নব নির্বাচিত ২৯ তৃণমূল সাংসদকে নিয়ে বিশেষ বৈঠকে মমতা

লোকসভা ভোটে ২৯ আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সবুজ ঝড় বয়ে গিয়েছে বাংলায়। লোকসভা নির্বাচনের এই বিপুল জয়ের পর শনিবার নব নির্বাচিত ২৯ জন সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার বিকেল ৪টে নাগাদ কালীঘাটে এই বৈঠক শুরু হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসাথে এই বৈঠকে ২৯ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।