লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। আর সেই দিনেই হাতে মোটা অঙ্কের টাকা পেল রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্র থেকে প্রায় হাজার কোটি টাকা এদিন পাঠানো হয়েছে নবান্নে। পঞ্চায়েতের উন্নয়ন খাতে রাজ্য সরকারকে এই টাকা পাঠিয়েছে কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে বাংলার মোট ১৬৪৭ কোটি টাকা পাওয়ার কথা ছিল। এর মধ্যে গত ২২ অগাস্ট কেন্দ্র সরকার ৬৫১ কোটি টাকা পাঠায়। বৃহস্পতিবার তাঁরা বাকি ৯৯৬ কোটি টাকা পাঠিয়েছে। দুই দফায় মোট ১৬৪৭ কোটি টাকা হাতে পেল রাজ্য সরকার।
কেন্দ্র জানিয়েছে, দুই দফায় রাজ্য সরকার যে ১৬৪৭ কোটি টাকা হাতে পেয়েছে তা দিয়ে পঞ্চায়েতের ত্রিস্তরে রাস্তার উন্নয়ন, নিকাশি, পানীয় জল-সহ গ্রামীণ উন্নয়নের কাজ করতে হবে। সেখানে যেন দুর্নীতির কোনও অভিযোগ না ওঠে। অস্বীকার করার উপায় নেই যে এই টাকা হাতে আসায় গ্রামীণ উন্নয়নে কাজ শুরু করতে সুবিধা হবে রাজ্য সরকারের। তবে এই টাকা পাঠানোর পিছনে কেন্দ্রের রাজনীতির অঙ্ক রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।