দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া রাজ্যবাসীকে দ্রুত ফেরানো হবে। টুইট করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীরা–সহ পশ্চিমবঙ্গের বাইরে যে যেখানে আটকে রয়েছেন, তাঁদের সবাইকে রাজ্যে ফিরিয়ে আনা হবে। সোমবার এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, লকডাউনের জেরে এই রাজ্যের বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। তাঁদের দ্রুত ফিরিয়ে আনা হবে। রাজ্য সরকার চেষ্টা করছে। প্রশাসন তাঁদের পাশে রয়েছে।
তাঁর কথায়, পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে। এই বিষয়ে রাজ্য সরকারি আধিকারিকদের উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোটায় আটকে পড়া এই রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তারপরই পরিযায়ী শ্রমিক তথা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া রাজ্যবাসীদের বাড়ি ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা–সহ কয়েকটি রাজ্য কোটা থেকে তাদের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে গিয়েছে। টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের চিন্তার কোনও কারণ নেই। আমি গোটা বিষয়টির ওপর নজর রাখছি। নিজেদের অসহায় ভাববেন না। এটা একটা কঠিন পরিস্থিতি। যা কেটে যাবে। এই কঠিন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরুও হয়েছে।’ মুখ্যমন্ত্রীর আশ্বাসে আটকে পড়া মানুষজন যে কিছুটা ভরসা পাবেন বলে মনে করা হচ্ছে।