গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে ফের একবার শোক প্রকাশ করলেন। বললেন, “শেষ বয়সে চরম ধাক্কা খেয়েছেন প্রিয় সন্ধ্যাদি।”
জানুয়ারির শেষে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হয়। হিন্দিতে বলা হয়, “আমরা আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নিতে চান?” শুনে থমকে যান গীতশ্রী। এভাবেও যে পদ্ম খেতাব দেওয়া হতে পারে তিনি ভাবতেই পারেননি। অভিমান-অপমানে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “অনেক দিয়েছেন। কিন্তু জীবনে কিছুই পাননি। মানুষের ভালবাসা একটা পদ্মশ্রীতে হয় না। কিন্তু ওনার অনেক আগে আরও বড় সম্মান পাওয়ার ছিল। শেষ বয়সে ধাক্কা খেলেন। চরম অপমানিত বোধ করেছেন। আমার কিছু বলার ভাষা নেই। আমি শোকাহত।”
এই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপরই তাকে ভর্তি করা হয় এসএসকেএম হসপিটালে। তারপর তাকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। গতকাল সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এই ঘটনার পর ওয়াকিবহাল মহলের দাবি, পদ্মশ্রী নিয়ে যে অপমান করা হয়েছে, তা মেনে নিতে পারেননি সন্ধ্যা। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল গীতশ্রীর দেহ। বুধবার বেলা ১২ টা থেকে ৫ টা পর্যন্ত গীতশ্রীর দেহ রাখা থাকবে রবীন্দ্র সদনে। সেখানে তাকে সম্মান জানাচ্ছেন শিল্পীকে। বিকেলে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রীর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।