দেশ বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্বায়ত্তশাসনের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন নবান্ন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলির শুধু বেতন দেবে। তদন্তকারী সংস্থাগুলিকে কোন ভাবেই নিয়ন্ত্রন করবে না। তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকার প্রতিদিন দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। আর বিরোধী রাজ্যগুলির পাওনা অর্থও দিচ্ছে না। তাঁর আরো অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী দাবি করে কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম কমানো সঙ্গে সঙ্গে রাজ্যের আয় বিপুল কমেছে।তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেন পেট্রোলে ২টাকা ৮০ পয়সা ও ডিজেলে ২ টাকা ৩ পয়সা রাজ্যের অংশ থেকে কম করা হয়েছে কেন্দ্রের সিদ্ধান্তের পরে।
অপরদিকে, পেট্রোল ও ডিজেলের দাম কেন্দ্র কমাতে স্বস্তি সাধারণের। দেশবাসীকে জ্বালানীর জ্বালা থেকে রেহাই দিতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের উপর কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর ফলেই কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার পিছু পেট্রোলের দাম ৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেট্রোল লিটার প্রতি দাম কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ৭ টাকা। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সুখবরটি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের তেলের দাম কমানোর ঘোষণায় কার্যত খুশি আম বাঙালি। তবে রাজ্য যদি কিছু শুল্ক ছাড়ে তাহলে বাজার দর কমে বলে মত তাদের।