ব্রেকিং নিউজ রাজ্য

শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় দলের তকমা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা। মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারীর করা এই চাঞ্চল্যকর দাবিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে সেই অভিযোগ খারিজ করে দিলেন। পাশাপাশি, পালটা চ্যালেঞ্জ করলেন, প্রমাণ করতে না পারলে পদত্যাগ করুন।

মঙ্গলবার সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘জাতীয় তকমা খারিজের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চারবার ফোন করে জাতীয় তকমা ফেরতের জন্য অনুরোধ জানান।’ এরপরই মুখ্যমন্ত্রী ক্ষোভ উগ্রে বলেন,‘আমি অনেকদিন ধরে রাজনীতি করছি, নতুন না। বিজেপি অপপ্রচার করছে। আমাদের চার বিধায়ককে মিথ্যে অভিযোগে ধরে রেখেছে বিধানসভায় বিধায়ক সংখ্যা কম করার জন্য। ভুরি ভুরি এজেন্সি দিয়ে টাকা পাঠাচ্ছে। ইডি সিবিআইকে দিয়ে হুমকি দেওয়াচ্ছে।’

উল্লেখ্য, গত সপ্তাহেই জাতীয় দলের স্বীকৃতি হারায় তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর। এরপরই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জাতীয় দল হিসাবে ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।