পঞ্চায়েত ভোটের আগে মতুয়াদের নাগরিকত্ব পাওয়া না পাওয়া নিয়ে যে সময় রাজনৈতিক মহল সরগরম হতে শুরু করেছে, সে সময় মতুয়া ধর্ম সম্মেলনে যোগ দিয়ে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সংজ্ঞাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর মতুয়া ভক্তদের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলনে নামার ডাক দিলেন৷
বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চা হাই স্কুলের মাঠে বাগদা ব্লক মতুয়া সম্মেলনে ডঙ্কা, কাশি, নিশান সহ যোগ দেন কয়েক হাজার মতুয়া ভক্ত। সেই অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস এবং বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ৷
এদিন মমতা দেবী নাম না করে বিজেপিকে তোপ দেগে মতুয়াদের উদ্দেশ্যে বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে চক্রান্ত চলছে৷ এনআরসি, সিএএ নিয়ে একটি রাজনৈতিক দল মতুয়াদের বঞ্চিত করতে চাইছে৷ আপনাদের আওয়াজ তুলতে হবে৷ পথে নেমে অধিকার ছিনিয়ে নিতে হবে।” একইভাবে সম্মেলন মঞ্চ থেকে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস ও গোপাল শেঠ বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমন করতে দেখা যায়৷