মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন। তৃণমূলের একাধিক শীর্ষ নেতা জরুরি বৈঠকে উপস্থিত হয়েছেন। রয়েছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম।
এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় সহ আরও কিছু মন্ত্রীকে ইতোমধ্যে জরুরি ওই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জরুরি এই বৈঠকে রয়েছেন। বৈঠকে শুভেন্দু অধিকারী নিয়েই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানার চেষ্টা করবেন মূলত কি কারণে শুভেন্দুর ক্ষোভ।
প্রসঙ্গত, মন্ত্রিত্ব ছাড়ার পর এবার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকেও শুভেন্দু অধিকারী ইস্তফা দিলেন। একের পর এক পদ থেকে ইস্তফা দিয়ে এবার কি দল ছাড়বেন তিনি? এবিষয়ে স্পষ্ট করে কিছু না জানা গেলেও তাঁর পদক্ষেপ সেই ইঙ্গিতই দিচ্ছে।
দিন কয়েক ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক মন্তব্য করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া না থাকলে শুভেন্দু অধিকারীর এই জনপ্রিয়তা পাওয়া সম্ভব হত না বলেও কল্যাণ মন্তব্য করেছিলেন। এছাড়াও শ্রীরামপুরের সাংসদ ব্যক্তিগত আক্রমণও করেছিলেন শুভেন্দুকে। তাঁর ছেড়ে যাওয়া পদে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বসানোয় আগুনে ঘৃতাহুতি পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।