দেশ ব্রেকিং নিউজ

মোদীকে চিঠি লিখলেন মমতা

আবার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চিঠি প্রাপকের নাম নরেন্দ্র মোদী। সুতরাং পত্রবোমা নিক্ষেপে মোদী–মমতা দ্বৈরথ বাড়ল বলে মনে করা হচ্ছে। কারণ আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে না রাজ্য সরকার। এই মর্মেই সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিন ধরে মুখ্যসচিবকে ঘিরে যে টানাপোড়েন চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষে প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রত্যাহার করা হোক।’‌
সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্ষোভপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ না করে, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে তুলে নিতে চাওয়া হল? এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকী কলাইকুণ্ডার ঘটনা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র–রাজ্য সমন্বয়ের কথাও লিখেছেন মুখ্যমন্ত্রী। এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, কোনও মতেই মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য।
উল্লেখ্য, ৩১ মে আলাপন বন্দ্যোপাধ্যয়ের কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু রাজ্যের অনুরোধে তাঁর তিন মাসের মেয়াদ–বৃদ্ধি মঞ্জুর করেছে কেন্দ্র। তবে বিতর্ক, হঠাৎ করে কেন্দ্রের পক্ষ থেকে মুখ্যসচিবকে নর্থ ব্লকে তলব করায়। এই নিয়ে কেন্দ্র–রাজ্য দ্বন্দ্ব চরমে উঠেছে। কারণ সোমবার দিল্লি যাচ্ছেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নির্দেশ থাকলেও ওইদিন নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা প্রধান সচিবদের বৈঠকে অংশগ্রহণ করবেন।