মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই ফের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সুবিধার্থে পিএম–কিষাণ নিধি প্রকল্পের সুবিধা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চিঠিতে পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, রাজ্য নাম পাঠানো সত্ত্বেও এখনও বহু কৃষক কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সেই প্রাপ্য টাকা দেওয়া হোক। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেও একই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, রাজ্যে ক্ষমতায় এসেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অনুমোদন দেওয়া হবে। সেই কথা স্মরণ করিয়ে মমতা বলেন, ‘আপনারা জানেন, ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভোটের পর অফিসাররা তৈরি থাকুন। কিষান কী যেন একটা যোজনা আছে! ১৮ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে। আমি চিঠি দিয়েছি। পোর্টালে তুলে দেওয়া হয়েছে কৃষকদের নাম। আশা করব টাকাটা তাড়াতাড়ি দেওয়া হবে।’
মমতার লেখা চিঠির পরিসংখ্যান অনুযায়ী, পিএম কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে ২১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের পোর্টালে মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম নথিভূক্ত হয়েছে। তিনি উল্লেখ করেছেন, রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ৫৭.৬৭ লক্ষ কৃষক। ৬০ বছরের কমবয়সি কৃষকদের মৃত্যুতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা উল্লেখ করেছেন। এভাবেই দুই প্রকল্পের তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।