দেশ ব্রেকিং নিউজ

অমর্ত্য সেনকে চিঠি মমতার

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘‌প্রতীচী’‌ নিয়ে বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বিজেপি’‌র নাম না নিলেও মমতার নিশানায় ছিল গেরুয়া শিবির। বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে সরব হওয়ার জন্যই অমর্ত্য সেন আক্রমণের মুখে পড়েছেন বলে চিঠির ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি লিখেছেন, আপনার পরিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই অপশক্তিগুলি আপনার শত্রু হয়ে উঠেছে। এই লড়াইয়ে আমি আপনার পাশে রয়েছি।’‌
অমর্ত্য সেনের বাড়ির জমি একাংশ বিশ্ববিদ্যালয়ের বলে অভিযোগ করেছে বিশ্বভারতীর একাংশ। পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগপত্রও এসেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌অমর্ত্য সেনকে নিয়ে গর্ব করেন বাংলার মানুষ। আপনারা বিশ্বাস করেন, অমর্ত্য সেন শান্তিনিকেতনের জমি দখল করবেন! ওঁর পরিবার ৭০–৮০ বছর রয়েছে সেখানে। যাঁরা বলছেন, তাঁরা বাংলাকে কতটা চেনেন? অমর্ত্য সেন আদর্শগতভাবে বিজেপি’‌র বিরুদ্ধে বলে তাঁর নামে বাড়ি দখল, হকার বসানোর অভিযোগ করছে।’‌
শনিবার অমর্ত্য সেনকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শান্তিনিকেতনের সঙ্গে আপনার পরিবারের গভীর যোগসূত্র সকলেই জানেন। ৮ দশক আগে শান্তিনিকেতনে প্রতীচী বাড়িটি নির্মাণ করেছিলেন আপনার বাবা আশুতোষ সেন। এখন আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর অধুনা কিছু বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। এই লড়াইয়ে আমি আপনার পাশে আছি। বাংলার বুদ্ধিজীবীদের কাছে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার আহ্বানও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।