দেশ লিড নিউজ

মোদীর করোনা বৈঠকে অনুপস্থিত মমতা

যতই দিন এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। তাই আজ, বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তবে মোদীর এই বৈঠকে অনুপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণেই এই বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না তিনি। তাঁর পরিবর্তে বৈঠকে উপস্থিত থাকলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
নতুন নতুন রেকর্ড গড়ছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১০ হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।
গত ১৭ মার্চ করোনা পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে বসেছিল কেন্দ্র। কিন্তু সেই বৈঠকেও সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যে পাঁচটি নির্বাচনী সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্তমান করোনা পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবসে’ টুইট করে মোদী দেশের মানুষের কাছে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। সবধরনের সতর্কতাবিধি মেনে চলার আর্জিও জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘‌এই মুহূর্তে আমাদের সকলের আগ্রাধিকার করোনার বিরুদ্ধে লড়াই। সংক্রমণ প্রতিরোধে সব ধরনের সতর্কতাবিধি মেনে চলুন। মাস্ক পরুন, নিয়মিত হাত পরিষ্কার রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।’‌
করোনা সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার সকালেই টিকার দ্বিতীয় ডোজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৯ কোটি ১ লাখ ৯৮ হাজার ৬৭৩ জন। যেভাবে রোজ দেশে করোনার প্রকোপ বাড়ছে, সেই প্রেক্ষিতে সংক্রমণের গতিকে রাশ কীভাবে টানা যায় সে নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পাশাপশি টিকাকরণ কর্মসূচি নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।