ব্রেকিং নিউজ রাজ্য

দাদা-র জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে দিদি

দাদা-র জন্মদিন আজ, আর তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি পৌঁছে গেলেন স্বয়ং দিদি। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যাযের জন্মদিন, তাই তাঁর বেহালার বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৪৯ বছরে পা দিলেন দাদা। এদিন বিকেল ৫টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে সটান পৌঁছে যান দিদি। যদিও এদিন সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকেও অনেকে এসেছিলেন, কিন্তু আচমকাই সেখানে পুলিশের তৎপরতা বৃদ্ধি পায়। বিকেল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় বেহালায় মহারাজের বাড়িতে পৌঁছায়। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বাড়ির ভিতরে ঢুকে যান। যদিও সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল।

 

তবে জানা যাচ্ছে, দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। কিছুক্ষণ আলাপচারিতা করে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে, এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিনের বড় অনুষ্ঠান হয়নি। অথিতি আপ্যায়নেও রাশ টানা হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সকালে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতিকে।