খেলাধুলা ব্রেকিং নিউজ

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে  

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।
টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত। যে সময় দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা চলছিল সেই সময় দেশে করোনা আবহ ভয়াবহ রূপ নেওয়া ফলে খেলা স্থগিত করে দেওয়া হয়। তারপর বিশ্বকাপ আমিরশাহীতে সরিয়ে নিয়ে যায় ভারতীয় বোর্ড।
এর আগে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে খেলার মাঠে। উপভোগ করেছেন খেলা। মাঠে থেকে উৎসাহ দিয়েছেন। কলকাতায় যুবভারতীতে অনুষ্ঠিত ২০১৭ তে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে  উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভাল। তাই এই আমন্ত্রণ রক্ষা করতে মুখ্যমন্ত্রী দুবাই পৌঁছে যাবেন কিনা সে বিষয়ে যদিও এখনও কিছু জানা যায়নি।