দেশ ব্রেকিং নিউজ

শুক্রবার মমতার ভার্চুয়াল বৈঠক

শুক্রবার দলীয় প্রার্থীদের এবং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। কালীঘাটে নিজের বাসভবনে বসে ভার্চুয়ালি কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিতে চলেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেবেন তিনি বলে খবর। কারণ গণনার সময় বিজেপি গোলমাল পাকাতে পারে। সেদিকে মন না দিয়ে পাখির চোখ করতে হবে গণনা।
ব্যালট গণনায় বিজেপি এগিয়ে থাকতে পারে। তাই গণনাকেন্দ্র মাথা গরম করে ছাড়া চলবে না। তাহসে ভোট লুঠ হতে পারে। সম্পূর্ণ করতে হবে ভোট গণনা। দলীয় কর্মীদের এই বিষয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মে, রবিবার ফলপ্রকাশের ভোটগণনার আগে আরও একবার প্রার্থী ও কর্মীদের পরামর্শ দেবেন তিনি। শুক্রবার প্রার্থীদের পাশাপাশি এজেন্টদের সঙ্গে মমতার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।
কোভিড পরিস্থিতিতে এজেন্ট ও প্রার্থীদের গণনাকেন্দ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, আরটি–পিসিআর টেস্টে কোভিড নেগেটিভ রিপোর্ট বা দুটি টিকার ডোজ না থাকলে প্রবেশাধিকার পাবেন না প্রার্থী। এখানে কারা কারা গণনাকেন্দ্রে যাবেন তা ঠিক করে দেবেন দলনেত্রী বলে মনে করা হচ্ছে। এখন দেখার শুক্রবারের বৈঠকে কোন দিশা দেখান তিনি।