দেশ ব্রেকিং নিউজ

বাংলার মানুষকে টুইট মমতার

শুরু হয়ে গেল বাংলার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সকাল সকাল বাংলার মানুষকে ভোট দেওয়ার, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন করে ট্যুইট করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, ‘‌বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।’‌
অসম ও বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন বাংলায় ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘‌আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট সুভাষচন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।’‌
বাংলায় প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ১.৫০ কোটি৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭৩০ জন কেন্দ্রীয় বাহিনী৷ মূলত জঙ্গলমহল এলাকার ভোট আজ৷ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার মোট ৩০টি আসনে ভোট হবে।
শনিবারের ভোটে, এই এলাকা থেকে ভালো ফলের আশায় রয়েছে গেরুয়া শিবির৷ ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি থাকছে বাঁকুড়ায়, ১৪৪ ঝাড়গ্রামে, ১৩৯ পশ্চিম মেদিনীপুরে, ১৬৯ পূর্ব মেদিনীপুরে এবং ১৮৩ পুরুলিয়ায়৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা৷ এছাড়া কুইক রেসপন্স টিম রয়েছে। যদিও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করেছে।