আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনে দলের ২৩তম প্রতিষ্ঠাদিবসে রাজ্যবাসীকে এবং দলের সব কর্মী–সমর্থককে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর বার্তা, লড়াই চালিয়ে যেতে হবে। অর্থাৎ রাজ্যে যে গেরুয়া শক্তির উত্থান হয়েছে তার বিরুদ্ধে লড়াই চালাতে হবে। সেখানে রাজ্যবাসী এবং দলের সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় তৃণমূল ভবনে। সকালে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেন। এছাড়া পাড়ায় পাড়ায়, ব্লকে–ব্লকে, গ্রাম বাংলায় মাইক বাজিয়ে গান শুরু হয়েছে। প্রত্যেক জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সকালটা শুরু হয়।
দলের জন্মদিবসে টুইট করে মমতা লেখেন, ‘আজ তৃণমূল ২৩ বছরে পড়ল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমরা সফর শুরু করেছিলান। অনেক লড়াই–সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হয়েছে দলকে। কিন্তু রাজ্যবাসীর জন্য কাজ করার যে লক্ষ্য ছিল তাতে আজও অবিচল আছি। সবাই তাই তাকবেন। বাংলার উন্নয়নের জন্য মা–মাটি–মানুষ এবং দলের কর্মী–সমর্থকরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তার জন্যও কৃতজ্ঞতা জানাই।’