ব্রেকিং নিউজ রাজ্য

Mamata Banerjee: আজ থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রথমেই যাবেন মালবাজার

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পরই এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গেছে, ১৭ অক্টোবর সোমবার মালবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর ১৮ অক্টোবর একটি প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি মাল নদীতে দশমীর রাতে হড়পা বানে মৃতের পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রাত্রিযাপন করবেন ডুয়ার্সের একটি রিসর্টে।

সেখানে মালবাজার পুরসভা এবং প্রশাসনিক স্তরের প্রায় ১০০ জন কর্মকর্তাকে নিয়ে বৈঠকের কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই মালবাজারের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। কার্যত সেকারণেই হড়পা বানের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। ১৯ অক্টোবর শিলিগুড়ি কাওয়াখালীতে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দশমীর দিন রাত সাড়ে ৮টা নাগাদ মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই হড়পা বান আছড়ে পড়ে মাল নদীর পাড়ে। সেসময়ই ভেসে যায় অসংখ্য মানুষ। রাত এগারোটা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি নিখোঁজ ছিল ৪০ জনেরও বেশি মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎই উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওইদিন রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সহ জেলাশাসক।