বিজেপিকে প্রতিহত করা এবং দেশের সভ্যতাকে বাঁচানো আশু কর্তব্য। একুশে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সেই লড়াইয়ে ‘মমতাদিদি’কে পূর্ণ সমর্থনের বার্তা স্পষ্ট করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, ‘বিজেপি বিরোধী লড়াইয়ে যেভাবে চান, তৃণমূলের পাশে থাকব। কারণ, আমাদের সকলের মূল লক্ষ্য, বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হঠাতেই হবে।’
তৃণমূলের ধর্মনিরপেক্ষতাকেও আদর্শগতভাবে সমর্থন করেন বলেও জানিয়েছেন তেজস্বী যাদব। তেজস্বীকে ধন্যবাদ জানিয়ে পাশে থাকার বার্তা দেন মমতাও। যদিও তৃণমূল–আরজেডির মধ্যে আসন নিয়ে কোনও সমঝোতা হল কি না, তা নিয়ে একটি দু’জনের কেউই কিছু বলেননি। তেজস্বীর বক্তব্য, বাংলায় অনেক বিহারি থাকেন। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, সকলে মমতাদিদির পাশে থাকুন, তাঁর হাত শক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিহারের গত নির্বাচনী ফলাফলের কথা উল্লেখ করে বলেন, ‘ভোটের ফলে তো তেজস্বীই মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু কৌশলে তাঁকে কীভাবে বঞ্চিত করা হয়েছে, তা আমরা সবাই জানি।’
হিন্দিভাষী কয়েকটি এলাকাযর আসন আরজেডিকে ছাড়তে পারে তৃণমূল, এমন গুঞ্জন রয়েছে। বিহারে আগের নির্বাচনে সিপিএম-সহ বামপন্থী দলগুলির সঙ্গে জোট রয়েছে আরজেডির। আর বঙ্গে তৃণমূলকে সমর্থন করা মানে সিপিএমের বিরোধিতা। এই সমীকরণটা কেমন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তেজস্বী জানান যে আরজেডি’র লড়াই মূলত বিজেপি বিরোধী।