জেলা ব্রেকিং নিউজ

‘‌জোযারে আসে, ভাটায় চলে যায়’‌

দলে যাঁরা প্রথম থেকে ছিলেন, তাঁরা আছেন। কেউ কেউ জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। কিছু যায় আসে না। কোচবিহারের জনসভা থেকে নাম না করে ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভা থেকে মমতা বলেন, ‘‌দলে যাঁরা প্রথম থেকে ছিলেন, তাঁরা এখনও আছেন। কেউ কেউ জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। তাতে কিছু যায়–আসে না। থাকার ইচ্ছা না থাকলে দল থেকে বেরিয়ে যেতেই পারেন। দু’একজন চলে যায়। জামা–কাপড় বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না।’‌
তিনদিনের উত্তরবঙ্গ সফরে বুধবার কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী। একুশে নির্বাচনের আগে ফের দলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন তিনি। আর সেখানেই দলত্যাগ করতে চলা শুভেন্দু অধিকারীকে নাম না করেই একহাত নিলেন। লোকসভা নির্বাচনে কোচবিহারে আমরা হেরেছি। কিন্তু যারা জিতেছে তারা এখন গুন্ডামি করছে। ভোটে জিতেই শান্ত কোচবিহারকে অশান্ত করে তুলছে বিজেপি। আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেই নিয়েছে বিজেপি। আমরা ভোটের জন্য বাঙালি, রাজবংশী বিভেদ সৃষ্টি করি না।
উল্লেখ্য, মঙ্গলবার জলপাইগুড়ির জনসভা থেকে নাম না করে শুভেন্দুর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১০ বছর ধরে পার্টির হয়ে খেয়ে, সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে কিন্তু কিছুতেই আমি মেনে নেব না, এটা মনে রাখবেন। এই ১০ বছর ৩৬৫ দিন যাঁরা মানুষের সঙ্গে ছিলেন, তাঁদেরই পরীক্ষা দিতে হবে। আর এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি পরীক্ষা দিতে বসতেই না পারে। আর সিপিএম এবং কংগ্রেস বিজেপির হয়ে দালালি করতে না পারে।