দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট আদতে নির্বাচনী ইস্তেহার বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। ভোটের লড়াইয়ে প্রতিপক্ষদের নিশানা করে বাজেট বক্তব্যের জবাবী ভাষণে সোমবার মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘এই বাজেট ভোটের ইস্তেহার হলে কোনও আপত্তি আছে? আমরা আর কিছুদিন আছি এমন নয়। ২০২১ সালে জয় পাবই।’
একইসঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে ক্ষেতমজুর ও ভাগচাষীদেরও যুক্ত করতে দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি তোপ দাগেন, ‘মোদী মিথ্যে কথা বলছেন। মিথ্যে বলা মোদীর অভ্যাস হয়ে গিয়েছে। আমি চাই ভাগচাষিরাও টাকা পাক। কিন্তু ওদের প্রকল্পে তো ২ একর জমি যাদের রয়েছে, সেই কৃষকরা টাকা পাবে। আমরা বলেছিলাম আপনাদের কাছে যে তথ্য আছে, সেটা দিন। কিন্তু ডেটা দেয়নি। ওরা স্টেট পোর্টালে কৃষকদের হিসাব দেয়নি। নিজেদের পোর্টালে আলাদা করে হিসেব নিয়েছেন। আমরা বলেছিলাম, আমরা একবার সার্ভে করে দেখি। কেন্দ্র ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা আড়াই লক্ষ সার্ভে করে দিয়েছি। আমরা বলেছি প্রতিদিন এক লক্ষ করে সার্ভে করে দেব। আমি একথা জানিয়ে বার বার চিঠি দিয়েছি।’
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, মানুষের কাজ করার জন্য চতুরতার প্রয়োজন হয় না। আজ ১৯ শিল্পের কথা ঘোষণা করব। বিনিয়োগ হবে ৭২,২০০ কোটি টাকা। ৩ লক্ষ ২৯ হাজার লোকের কর্মসংস্থান হবে। এত নির্দয় কেন্দ্রীয় সরকার আগে কখনও দেখিনি। হাজার হাজার লোক আসবে, যাবে কিন্তু গুজরাট বাংলাকে শাসন করবে না। ভোট এসেছে বলে বাংলা প্রীতি এসেছে। বাংলা ছাড়া কোনও কথা নেই। বাংলাকে টার্গেট করেছে। এভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিও তুলে দেখান মুখ্যমন্ত্রী। রবিবার হলদিয়া থেকে কিষাণ নিধি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ বিধানসভায় ভাষণে তার পাল্টা জবাব দিলেন মমতা।