জেলা

নির্বাচন কমিশনকে তোপ মমতার

বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজভবনে শপথগ্রহণের পরই রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতির জন্য সরাসরি দুষলেন নির্বাচন কমিশনকে। তিনি জানিয়ে দিলেন, কোনওরকম অশান্তি মেনে নেওয়া হবে না। তার জন্য জেলাশাসক এবং পুলিশ সুপারদের আরও কড়া হওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তারপরই রাজভবন থেকে বেরিয়ে চলে যান নবান্নে। সেখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব–সহ একাধিক উচ্চপদস্থ আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। সেখানেই করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে, সেই নিয়ে আলোচনা হয়। এরপর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বৈঠকে আলোচনা সারেন।
সাংবাদিক সম্মেলনে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে মমতা বলেন, ‘‌প্রত্যেক পুলিশ সুপার এবং জেলাশাসককে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনওরকম অশান্তির ঘটনা মেনে নেওয়া হবে না। যে জায়গাগুলিতে বিজেপি জিতেছে, সেই জায়গাগুলিতেই অত্যাচার করা হচ্ছে। গত তিনমাস ধরে এই ধরনের ঘটনা ঘটে আসছিল। আর এতদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নির্বাচন কমিশনের হাতে ছিল। তবে কিছু কিছু মিথ্যে খবরও ছড়ানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।’‌ ভোট মিটতেই রাজ্য পুলিশের ডিজির পদে ফিরলেন বীরেন্দ্র। পাশাপাশি এডিজি আইনশৃঙ্খলা পদে ফেরানো হয়েছে জাভেদ শামিমকে।