বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিশানা যখন তিনি করছেন তখন রাজ্যে সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকী তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেন, ‘মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। আমরা দুই–তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় আসব।’
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ মহামারি আইন মেনেছেন। মহামারি আইন ভেঙেছে একটি রাজনৈতিক দল। পুজোর পরেও সংক্রমণ বাড়েনি। এখন অনুমতি ছাড়া মিছিল করে সংক্রমণ ছড়াচ্ছে। রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষতি করবেন না।’ নাম না করে বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার জাতীয়তাবোধ ভেঙে দিতে চাইছে। বহিরাগতদের বাংলা মেনে নেবে না। এজেন্সি দিয়ে বিরক্ত করা হচ্ছে। পুলিশকে ভয় দেখানো হচ্ছে। প্রশাসনিক অফিসারদের ভয় দেখানো হচ্ছে। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে কাজ করা হচ্ছে। আমরা কেন্দ্রের নিয়মে হস্তক্ষেপ করি না। কেন্দ্র যেন রাজ্যের নিয়মে হস্তক্ষেপ না করে।’
প্রশাসনিক বৈঠকের একেবারে শুরুতে নাম না করে বিজেপিকে খোঁচা দেন। বিজেপি’র বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘কেউ কেউ ইচ্ছা করে বিসর্জনের সময় শোভাযাত্রা করছে। তাদের জন্যই রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী হচ্ছে বলেই অভিযোগ তাঁর। হুমকির রাজনীতি বরদাস্ত করা হবে না। বাংলা ছেড়ে কথা বলবে না।’ কেন্দ্রের পক্ষ থেকে আমফান কিংবা করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনওরকম আর্থিক সাহায্য পাওয়া যায়নি বলেও খোঁচা দিয়েছেন তিনি। তবে কেন্দ্র কোনও সাহায্য না করলেও রাজ্য সুষ্ঠুভাবে করোনার পরিস্থিতি সামাল দিতে পেরেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
আসন্ন কালীপুজো নিয়ে গাইডলাইন তৈরি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, গাইডলাইন মেনেই হবে কালীপুজো। দুর্গাপুজোর মতোই নিয়ম মেনে কালীপুজো পালন করতে হবে। বিনামূল্যের রেশন পেতে যেন কোনও অসুবিধা না হয়। গ্রামীণ রাস্তায় ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ এবং কোভিডবিধি মেনে রাজ্যে লোকাল ট্রেন চালানোর পদক্ষেপের কথাও জানান মুখ্যমন্ত্রী। কোনওভাবেই ভয় না পেয়ে মাথা উঁচু করে কাজ করার কথাও বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জেলাশাসক এবং বিডিওদের নিজের কাজের প্রতি আরও দায়িত্ববান হওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
