সংখ্যালঘু ভোট ভাগ করতে বিজেপি টাকা দিয়েছে। পাথরপ্রতিমার সভা থেকে নাম না করে আইএসএফ– বিজেপি আঁতাতের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে হাতে আছে আর দু’দিন। আর আজ বৃহস্পতিবারই শেষ প্রচারের সুযোগ। দুই জেলার ৪ জনসভার প্রথম সভাটি ছিল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। সেখানেই বিজেপিকে নিশানা করে একের পর এক আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর দাবি, আইএসএফ–ও বিজেপির টাকায় তৈরি দল।
এদিন ভাইজানের নাম না করেই মমতা বলেন, ‘সংখ্যালঘুদের একটা কথা বলব। বিজেপির সঙ্গে ডিল করে সিপিএম, কংগ্রেস আর একটা রাজনৈতিক দল নতুন এসেছে। বিজেপির সঙ্গে ডিল করে হঠাৎ করে ময়দানে নেমেছে। বিজেপি টাকা দিয়ে তাঁকে পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট কাটার জন্য।’
বিধানসভা নির্বাচন ২৭ মার্চ থেকে শুরু। দ্বিতীয় দফা ১ এপ্রিল। ওই দিন মোট ৩০টি আসনের নির্বাচন। তার মধ্যে রয়েছে পাথরপ্রতিমা। বৃহস্পতিবার পাথরপ্রতিমায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। আইএসএফ–কে নাম না করে আক্রমণ করায় অনেকে ভাবছেন সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তায় পড়েছেন মুখ্যমন্ত্রী। পাথরপ্রতিমার কলেজ মাঠে প্রথম সভার পর ওই জেলারই গঙ্গাসাগর মেলার মাঠে সভা করেন তৃণমূলনেত্রী। তারপর পশ্চিম মেদিনীপুরে যান মমতা। প্রথম সভাটি করেন দাঁতনে, তালদা রতনচক অঞ্চলে। পরের সভাটি প্রার্থী জুন মালিয়ার হয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিড়লা মাঠে করেছেন তিনি।