অধিকারীদের খাসতালুক কাঁথিতে গিয়ে নাম না করে তাঁদেরই তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তর কাঁথিতে মারিসদার জনসভা থেকে ‘এক পায়ে শট মেরে বাংলার বাইরে’ ফেলার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সাল থেকে শুভেন্দুর বিজেপির সঙ্গে যোগাযোগ নিয়ে মমতার কটাক্ষ, ‘ঘরে ঢুকে সিঁদ কেটেছে’। অধিকারীদের ‘মীরজাফর, গদ্দারদের দল’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একের পর বাক্যবাণে অধিকারী পরিবারকে বেঁধেন মমতা।
এদিনের সভায় কারও নাম না করেই মমতা বলেন, ‘আগে কাঁথিতে আসতে অনুমতি নিতে হতো। এখন আমি খুশি। এখন আর কারও কাছে অনুমতি নিতে হবে না। যখন শিক্ষক নিয়োগ করা হয়, যারা গদ্দারি করে পালিয়ে গিয়েছে, কে কত নিয়েছে জিগ্যেস করুন। তৃণমূল কংগ্রেস চোর? নরেন্দ্র মোদী, তুমি চোরের সর্দার।’ অধিকারীদের নিশানা করে তিনি বলেন, ‘যাঁরা রাতে কানে কানে কথা বলে, দিনে চুমু খায় তাঁদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। এক সময় সম্মান করতাম, খুব ভালবাসতাম। আমি নিজের হাতে মা তারার ছবি এঁকে দিয়ে এসেছিলাম, আর আজ সেই বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে এনেছে। এদের থেকে বড় গদ্দার কেউ নয়, বিশ্বাসঘাতক।’
এদের থেকে বড়ো গদ্দার আর কেউ হতে পারে না। এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে। তবেই মেদিনীপুরের মানুষ নতুন করে স্বাধীন হবে বলেও ডাক দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘ভোট দিন গদ্দার, মীরজাফরদের বিরুদ্ধে। সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার গিয়ে জুটেছে বিজেপিতে। গদ্দারদের বোল্ড আউট করে দিতে হবে। এমন ভাবে খেলবেন, পুরো বিজেপি বোল্ড আউট হয়ে যাবে।’
আজ কাঁথির দক্ষিণে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে মমতা নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেন। তিনি বলেন, ‘এরা এত টাকা করেছে, যে আমি নিজেই কিছু বুঝতে পারিনি। আমি একটা বড় গাধা। এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ওরা ভোট কেনার জন্য টাকা দেবে। মনে রাখবেন, টাকা নিয়ে ভোট দেবেন না। সবার ভোটের দাম সমান।’