ফের পত্রবোমা নিক্ষেপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পত্রবোমার লক্ষ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়। আর দাবি করলেন, ‘এই বিল সংসদে পেশ করার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল’।
সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করতে পারে কেন্দ্র। এই বিলের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘২০২০ সালে এই বিলটি সংসদের পেশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের অনেকেই বিলের জনবিরোধী দিকগুলি তুলে ধরেছিলাম। আপনাকে চিঠি দিয়েছিলাম। তখন বিলটি পেশ করা হয়নি। ভেবেছিলাম, সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু শুনলাম ফের বিলটি সংসদে পেশ করা হচ্ছে’।
কেন্দ্রের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাতের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে লিখেছেন, বিদ্যুৎ সংবিধানের যৌথ তালিকাভুক্ত। এই সংক্রান্ত কোনও বিল সংসদের পেশ করার আগে রাজ্যগুলি সঙ্গে আলোচনা করা উচিত। এক্ষেত্রে কেন্দ্রের এই স্বৈরাচারী ও একনায়ক পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত বলে মনে করি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলায় টিকার জোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করছিলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বেশি টিকা পাঠাচ্ছে কেন্দ্র। বর্তমানে রাজ্যে প্রতিদিন ৪ লক্ষ ডোজ দিচ্ছি। ১১ লক্ষ দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যের।