রাজ্য লিড নিউজ

পরিবারে একজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত’, ফের মাস্ক পরার পরামর্শ মমতার

অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রীর পরিবারের একজন এই ভাইরাসের আক্রান্ত, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে একথা নিজেই জানান। তবে তাঁর পরিবারের কে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী। তবে আপাতত কয়েকদিন মাস্ক ব্যবহারের পরামর্শও দেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার পরিবারের একজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। আমি এসব বলে বেড়াই না। কোভিডের পর একটা রিয়্যাকশন হচ্ছে। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। দয়া করে আতঙ্কিত হবেন না। ১৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩জনের কোমর্বিডিটি ছিল। ৬জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসের কারণে। ছোটদের আমি খুব ভালবাসি। আবার কয়েকদিন মাক্স ব্যবহার করুন। প্রয়োজনে টেলিমেডিসিনে কথা বলুন।”

রাজ্যে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজই বাড়ছে প্রাণহানি। প্রত্যেকেরই উপসর্গ জ্বর, সর্দি, কাশি। তার ফলে স্বাভাবিকভাবেই শিশুদের পরিবারের লোকজনের মধ্যে বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রস্তুত। রাজ্যের হাসপাতালগুলিতে মোট আড়াই হাজারেরও বেশি এসএনসিইউ বেড রয়েছে। পিকু রয়েছে ৬৫৪টি। এনআইসিইউ বেড রয়েছে ১২০টি। বি সি রায় হাসপাতালে রোগীদের ভিড়ের কথা মাথায় রেখে আরও ৭৫টি পিকু বেড চালু করা হয়েছে।

অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের উদ্দেশে রেফার না করার অনুরোধ করেছেন। একইসঙ্গে সরকারি হাসপাতালগুলিকে মুখ্যমন্ত্রীর আর্জি,”শিশুরা তেমন ক্রিটিক্যাল হলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই রেফার করবেন।”