রাজ্য

নারী দিবসে প্রাধান্য পেট্রোপণ্যের দাম

রবিবার শিলিগুড়িতে সিলিন্ডার মিছিল করার পর আজ নারী দিবসে ফের রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত রোড–শো করলেন মুখ্যমন্ত্রী। জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে এদিন মিছিলে হাঁটেন মমতা। মোদীর ব্রিগেড সভার পরই আজ মমতার রোড–শো ঘিরে ভোটমুখী বাংলায় সরগরম রাজ্য–রাজনীতি। নারী দিবসের মঞ্চ থেকেই গ্যাস ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের মহিলা ব্রিগেড জোর সোয়াল করেন।
সম্প্রতি নৈহাটির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, বাংলার মেয়েদের কী হাল হয়েছে! পারিবারিক হিংসার ঘটনা সবথেকে বেশি হচ্ছে বাংলায়। নারী পাচার বাংলাতেই বেশি হচ্ছে। তার পালটা আসরে নেমে ডেরেক টুইটারে রাজ্যে নারী সুরক্ষার বাস্তব চিত্র তুলে ধরে দাবি করেন, বাংলায় মহিলাদের অপরাধের ঘটনা কম। পুলিশ বিভাগে মহিলাদের উপস্থিতির হারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তৃণমূল সাংসদ। নারী দিবসে পথে নেমে আজ নারী সুরক্ষা ইস্যুতে পালটা জবাব দেন মমতা। রাজ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা ৪৯ শতাংশ। এবার ভোটে মহিলা প্রার্থীর আধিক্য রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। তৃণমূলের মোট মহিলা প্রার্থী ৫০ জন।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মমতা বলেন, ‘শুধু বড় বড় কথা। প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন, কেন রান্নার গ্যাসের দাম বেড়েছে, কেন তেলের দাম বাড়ছে? কেন ৯০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে? নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা? কবে আপনি বিনামূল্যে গ্যাস দেবেন?’‌ তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভারতে একটাই সিন্ডিকেট কাজ করে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আপনাদের সিন্ডিকেটকে ইঞ্চিতে ইঞ্চিতে শেখাব।’ বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে বিভিন্ন সামগ্রীকে তুলে ধরা হয়েছে এই পদযাত্রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ‘জয় বাংলা’ প্ল্যাকার্ড। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখেই আজ পদযাত্রায় তৃণমূলের মহিলা ব্রিগেড। পদযাত্রায় উপস্থিত সায়ন্তিকা ব্য়ানার্জি, মানালি দে, লাভলি মৈত্র, নুসরত জাঁহা, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, দোলা সেন, রনিতা দাস, অদৃজা প্রমুখ তৃণমূলের নারী ব্রিগেড।