দেশ লিড নিউজ

মন্ত্রিসভা তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হ্যাটট্রিক করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মন্ত্রিসভা গঠনের পালা। বাংলার উন্নয়নের জন্য নিজের টিম সাজালেন মুখ্যমন্ত্রী মমতা। ৪৩ জনের মন্ত্রিসভার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে ১৭ জন নতুন মুখের জায়গা হলেও পুরনো দিনের সৈনিকদের উপরেই বেশি ভরসা রেখেছেন তৃণমূলনেত্রী।
আজ শপথগ্রহণ অনুষ্ঠান চলছে রাজভবনে। সেখানে ৪৩ জন শপথ নিচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ৯ জন রাষ্ট্রমন্ত্রী থাকবেন রাজ্য মন্ত্রিসভায়। রবিবার প্রশাসনিক সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে একাধিক প্রাক্তন মন্ত্রীর উপর এবারও ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে প্রথম নাম বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত সুব্রত মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম দুটি ইনিংসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারও তাঁকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে। রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। পূর্ণ মন্ত্রী পদে ভরসা রাখা হয়েছে তাঁর উপর। বিশেষভাবে উল্লেখযোগ্য অমিত মিত্রের কথা। সরকারের আয়–ব্যয়ের যাবতীয় হিসেবনিকেশ এতদিন ধরে সামলে এসেছেন। শারীরিক অসুস্থতার কারণে এবার ভোটে দাঁড়াতে পারেননি। কিন্তু এই অর্থনীতিবিদকে ছাড়তে রাজি হননি মমতা। তাই তিনিও রয়েছেন মন্ত্রিসভায়।
শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, সৌমেন মহাপাত্র, চন্দ্রনাথ সিংহ, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ, শশী পাঁজা, মানস ভুঁইয়া, সিদ্দিকুল্লা চৌধুরীরাও স্থান পেতে চলেছেন পূর্ণ মন্ত্রী পদে। অমিত মিত্র এবং ব্রাত্য বসু ভার্চুয়াল শপথ নিতে পারেন বলে খবর।
পূর্ণমন্ত্রীদের তালিকায় নতুনদের মধ্যে উল্লেখযোগ্য নাম সাগরের দীর্ঘদিনের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। দীর্ঘদিনের বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব সামলানো মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে মন্ত্রিসভায় আনা হচ্ছে। গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানিও আজ শপথ নিচ্ছেন।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন একাধিক প্রাক্তন মন্ত্রী। তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সন্ধ্যারানি টুডু, সুব্রত সাহা, বেচারাম মান্না। নতুনদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবীর, রামনগরের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন সাংসদ রত্না দে নাগ। জলপাইগুড়ি জেলা থেকে তিনবারের বিধায়ক বুলু চিক বরাইক স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়।
২০১১ সালে কংগ্রেস-তৃণমূল জোট সরকারে মন্ত্রী ছিলেন মালদহ জেলার মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। পরে তৃণমূলে যোগ দেন। এবার তিনিও রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তৃণমূলে যোগ দেওয়া বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লকের বিধায়ক পরেশ অধিকারীও রয়েছেন এবারের মন্ত্রিসভায়। নতুন মুখ হিসেবে থাকছেন ঝাড়গ্রাম থেকে বিধায়ক হওয়া সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, জ্যোৎস্না মান্ডি। রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতও। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বীরবাহা।