জেলা

নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা

আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষ্যে জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানান, ওই সভায় অংশ নেবেন সুব্রত বক্সী। নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি। তবে শহিদ দিবসের অনুষ্ঠান হচ্ছে। শহিদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন সুব্রত বক্সি এবং জেলা তৃণমূল নেতৃত্ব। ওখানে কর্মিসভা করবেন সুব্রত বক্সি। যদিও কেন পূর্বপরিকল্পিত কর্মসূচি বাতিল হল তা এখনও স্পষ্ট করেনি দল।
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছেন, ৮ ডিসেম্বর নন্দীগ্রাম গিয়ে সভা করবেন তিনি। তাই এই কর্মসূচি বাতিল করে বিপাকে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন নেত্রী তিনিই। হিম্মত থাকলে ৮ ডিসেম্বর শুভেন্দু সভা করে দেখাক। তার জবাব দেবেন নেত্রী। আর শুভেন্দু যদি নেত্রীর দেখাদেখি সভা বাতিল করেন তাহলে বুঝতে হবে মেদিনীপুরের মাটিতে তিনি আগেই পিছিয়ে গেলেন বলে ব্যাখ্যা রাজনৈতিক বিশেষজ্ঞদের।
এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জানুয়ারি যেহেতু বিজেপি’‌র সভা তাই মুখ্যমন্ত্রী ভয়ে যাচ্ছেন না। এরপর অনেক জায়গাতেই যাওয়া বন্ধ হয়ে যাবে।’‌ উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে পালাবদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম। আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকার ব্যবধান কমে হয় ৬৮ হাজার ৩৯১। শুভেন্দু এখন বিজেপিতে। এক দশক পর আর এক বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামেই তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।