দেশ ব্রেকিং নিউজ

অমিতের বৈঠকে অনিশ্চিত মমতা

এখন চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে পূর্ব উপকূলের তিন রাজ্য—বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। বাংলা এবং ওড়িশায় ইয়াস–এর তাণ্ডবলীলা সবচেয়ে বেশি চলবে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এই অবস্থায় তিন রাজ্য নিয়ে সতর্ক কেন্দ্রও। রবিবার বিপর্যয় মোকাবিলায় বৈঠক করে উদ্ধারকারী দলগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে রাজ্যে প্রতিনিধি হিসেবে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
বঙ্গোপসাগরের এই অংশ থেকেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। তাই সোমবারের বৈঠকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপ–রাজ্যপালকেও বৈঠকে ডেকেছেন অমিত শাহ। এছাড়া ভিডিও কনফারেন্সে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। নবান্ন সূত্রে খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না।
এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে ময়দানে নেমে কাজে ব্যস্ত। ২৫–২৬ তারিখ রাতভর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুমে থাকবেন। প্রতিটি খুঁটিনাটি নিজের চোখে দেখে তবেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত আলোচনার ভার তিনি দিলেন মুখ্যসচিবের উপরেই। যদিও বৈঠকে মুখ্যমন্ত্রীদেরই ডাকা হয়েছিল কেন্দ্রের তরফে।