জেলা

মমতার নন্দীগ্রাম সফর বাতিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর আপাতত অনিশ্চিত। তাঁর ১৯–২০ মার্চ নন্দীগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, নির্বাচনে একেবারে আগেই নন্দীগ্রাম যাবেন তৃণমূলনেত্রী। তাঁর পায়ে চোট আছে। এখন হুইল চেয়ারে করে জেলায় জেলায় সফর করছেন। তাই নির্বাচনের নির্ঘন্ট দেখে বেছে বেছে সফর করবেন তিনি। যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়। আর নিজেকেও সুস্থ রাখা যায়। তাই এই সফর বাতিল করা হয়েছে।
নির্ঘন্ট অনুযায়ী, নন্দীগ্রামে নির্বাচন দ্বিতীয় পর্যায়ের ১ এপ্রিল। ১৯–২০ মার্চ নন্দীগ্রামে নির্বাচনী কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু নন্দীগ্রামে এখনই যেতে পারছেন না তৃণমূলনেত্রী। সফর বাতিলের কারণ সম্পর্কে জানা গিয়েছে, পায়ে চোট থাকার কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না তিনি। তাই দ্বিতীয় দফার শেষলগ্নে তিনি নন্দীগ্রাম যাবেন।
উল্লেখ্য, শেষবার প্রচারে গিয়েই গত বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। তাঁর বাঁ পায়ে আপাতত ব্যান্ডেজ করা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন দিনের মধ্যেই হুইলচেয়ারে প্রচারে বেরিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তাঁর ওঠানামা করতে বিশেষত গাড়িতে ওঠানামা করতে একটু অসুবিধা হচ্ছে। তাঁর পায়ের চোটের কারণেই নন্দীগ্রাম সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর। তবে ২৯–৩০ তারিখ সেখানে যাবেন বলে জানা গিয়েছে।