জঙ্গলমহলে দাঁড়িয়ে এবার বিজেপি–সিপিএমের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করেও তৃণমূল নেত্রী বলেন, ‘আমার গোটা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। আগে মারতো সিপিএম, এখন মারে বিজেপি। নেতাইতে যারা খুন করেছিল, সিপিএমের সেই হার্মাদরাই আজ বিজেপি করছে। আবার আমাকে মেরে ফেলতে চাওয়া হচ্ছে। আমার নিজের পায়ের জন্য আমার ততটা কষ্ট হয় না, মানুষের কষ্ট দেখে আমার বেশি কষ্ট হয়।’
পায়ে চোট নিয়ে পশ্চিমের জেলাগুলি দাপিয়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছিল গোপীবল্লভপুরের সভা। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, লালগড়ে একসময় মানুষ স্বাস্থ্য উদ্ধার করতে আসতেন। এখানে যখন মাওবাদী আন্দোলন হচ্ছিল তখন প্রতি বছরে ৩০০ মানুষ খুন হতেন। তখন এখানে আসতে মানুষ ভয় পেত। কিন্তু আমি আসতাম। ঝাড়গ্রামে সার্কিট ট্যুরিজম কাজ চলছে। আমি চাই এখানে অনেক শিল্প হোক। মানুষ ঝাড়গ্রাম, গোপীবলভপুর, লালগড়কে দেখতে আসুক। সিপিএমকে একটা ভোট দিয়েও নষ্ট করবেন না। কোনও বুথে রিগিং হতে দেবেন না।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার একটা পায়ে চোট, হাঁটতে পারছি না। কষ্ট হচ্ছে। তার পরেও মনে করি আমার মা–বোনদের যে দুটো পা রয়েছে সেটাই আমার পা। চিকিৎসকরা বলেছিলেন, এখন বেরোবেন না। ওঁদের বলেছি, আমি যদি না বের হই তাহলে বিজেপির দাঙ্গাবাজরা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, লালগড় দখল করে নেবে। বাংলা দখল করে নেবে। এই ঝাড়গ্রাম জেলা, এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি। চকচকে রাস্তা তৈরি হয়েছে। গোটা দেশে যখন হতাশার ছবি তখন ঝাড়গ্রামের জন্য যতটা পারি করেছি।’
বিজেপি নেতারা কখনও কখনও আসেন। ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে খান। একটা তফশিলি গ্রামবাসীকে বলে তোমার ঘরটা ভাড়া দেবে। ৫ হাজার টাকা দেয় তাদের। তাঁদের বাড়িতে বসে খাবে, লোক দেখাবে। খায় কিন্তু হোটেল থেকে আনা খাবারটাই। শুধু গ্রামবাসীদের তৈরি করা খাবার সাজিয়ে রাখে। এটা তফসিলিদের অপমান। এরপরই তিনি জানান, আমাকে সারাজীবন মেরেছে। আগে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে। আমার মাথা ভেঙে দিয়েছে, আমার কোমরে চোট, বেল্ট পরে ঘুরি। বিজেপিরা লুঠেরারা এলে রুখে দাঁড়ান। দুঃশাসনের ফ্যাক্টরি বিজেপি। আমাদের চোর বলে! সবচেয়ে বড় দুর্নীতিবাজ বিজেপি। বিজেপি ঝাড়গ্রামের মানুষদের সমস্যার কথা জানে না। আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। এবার আপনারা শূন্য করে দিন।
