দেশ লিড নিউজ

Mamata Banerjee: আজ দিল্লি যাচ্ছেন মমতা

আজ, বৃহস্পতিবার চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে থাকাকালীন নীতি আয়োগ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করতে পারেন আলাদা করে। কথা বলবেন রাজ্যের দাবি দাওয়া নিয়ে।

এই মুহূর্তে সংসদে বাদল অধিবেশন চলছে। ১৩ আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন সংসদ ভবনেও। এছাড়া দিল্লির বিরোধী নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী, এমন জল্পনাও শোনা যাচ্ছে। এছাড়া আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হতে পারে মুখ্যমন্ত্রীর। অধিবেশন চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া খুব একটা নতুন কিছু নয়। তবে নীতি আয়োগের বৈঠক তাঁর উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন প্রায় প্রতিবছরই সংসদ ভবনে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী দলের একাধিক সাংসদের সঙ্গে দেখাও করেন। এছাড়া জাতীয় রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়ে থাকে।