রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই প্রকল্প। জেলাশাসকের সঙ্গে বৈঠক করে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষামূলক চালু হলেও এই দুয়ারে রেশন প্রকল্প এখনও রাজ্যের সর্বত্র চালু করা যায়নি। নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে আগস্ট মাসেই চালু হবে এই প্রকল্প।
নবান্ন সূত্রে খবর, জেলাশাসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরাও। এই বৈঠকের আলোচনা থেকে উঠে আসে দুয়ারে রেশন করতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে সরকারের। কারণ এখনও পর্যন্ত অনেকের আধার লিঙ্ক করা সম্ভব হয়নি। আর সেটা করতে আরও খানিকটা সময় লাগবে।
একুশের নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷
করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ পাইলট প্রকল্পে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠকের পরেই পাইলট প্রকল্প শুরু হয়৷