দেশ ব্রেকিং নিউজ

শিবরাত্রির দিন মমতার মনোনয়ন

ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ মার্চ অর্থাৎ শনিবার শিলিগুড়িতে পৌঁছবেন তিনি। পরের দিন, ৭ মার্চ শহরে পদযাত্রা করবেন তিনি। সেদিনই ফিরবেন কলকাতায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন, সেদিন কলকাতায় ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ১১ তারিখ অর্থাৎ শিবরাত্রির দিনই শুভ কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একুশের নির্বাচনে মনোনয়ন জমা দেবেন তিনি। দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর লড়াইয়ের ক্ষেত্র আপাতত শুধু নন্দীগ্রামই। অন্য কোনও কেন্দ্রে তিনি লড়বেন না বলেই খবর।
ফ্রেরুয়ারি মাসের গোড়ায় চার দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করার পর বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। প্রশাসনিক ও একাধিক দলীয় বৈঠকে যোগ দেওয়াই শুধু নয়, ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। সম্ভবত শুক্রবারই প্রথম দফা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর শনিবার ও রবিবার মমতা যাবেন উত্তরবঙ্গ সফরে। সেখানে রোড–শো করার কথা তাঁর। ১১ তারিখ তিনি নন্দীগ্রাম যাবেন, প্রার্থী হিসেবে সেখান থেকে মনোনয়ন জমা দেবেন মহকুমাশাসকের দপ্তরে। রবিবার অর্থাৎ ৭ তারিখ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাৎপর্যপূর্ণ ভাবে ওইদিন উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১১ তারিখ তিনি নন্দীগ্রাম যাবেন, প্রার্থী হিসেবে সেখান থেকে মনোনয়ন জমা দেবেন মহকুমাশাসকের দপ্তরে।