রাজ্য লিড নিউজ

এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, ১৫ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

রাজ্যে বিধিনিষেধ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দিলেন। দীর্ঘ দেড় মাস পর চালু হচ্ছে বাস। তবে বন্ধ থাকবে লোকাল এবং মেট্রো। পাশাপাশি কোভিডবিধি মেনে খুলে যাচ্ছে বিউটি পার্লার, স্যালোঁ এবং জিম। বাস–অটোর ক্ষেত্রে খানিকটা ছাড় দিলেও, এখনই চালানো হচ্ছে না ট্রেন। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন জানান, করোনাভাইরাসের জেরে বিধিনিষেধ ১৫ জুলাই বাড়ানো হচ্ছে। রাত ৯টা থেকে ভোর ৫টা আপৎকালীন কাজই করা যাবে। সরকারি–বেসরকারি বাসের অনুমতি দিচ্ছি। আন্তঃরাজ্য বাসও চলবে। পাশাপাশি অটো, টোটোও চালাতেও অনুমোদন দিচ্ছি। ৫০ শতাংশের যাত্রী নেওয়া যাবে না। যানের নিয়মিত স্যানিটাইজেশন ও মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। চালকদের টিকাকরণের কাজও চলছে।
কিছু স্পেশ্যাল ট্রেন চললেও আমজনতা তাতে যাত্রা করার অনুমতি পাচ্ছেন না। ফলে প্রবল সমস্যায় সাধারণ মানুষেরা। বিশেষত যে সকল মানুষদের কর্মক্ষেত্রে পৌঁছনোর একমাত্র উপায় ট্রেন, তাঁরা বহুদিন ধরেই ট্রেন পরিষেবা শুরু করার আবেদন করছেন। গত কয়েকদিনে যাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের একাধিক স্টেশন। সকলেই ভেবেছিলেন হয়তো ১ জুলাই থেকে চলতে পারে ট্রেন। আপাতত লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে রাজি নয় রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এখনও ট্রেন পরিষেবা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি।’‌

সবজি বাজার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে। ১ ঘণ্টা করে মোট দু’‌ঘণ্টা সময় বাড়ল। বাদ বাকি সব দোকান ১১ থেকে ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বেসরকারি সংস্থাগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খুলতে পারবে। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। সরকারি অফিসও কাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে।

বিয়ে সহ অনুষ্ঠানবাড়িতে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অতিথি উপস্থিত থাকতে পারবেন। এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকছে যথারীতি।