কৃষি আইন নিয়ে আলোচনার সময় নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ল রাজ্য বিধানসভার অধিবেশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের পক্ষে সওয়াল করলে তীব্র আপত্তি জানান বিজেপি বিধায়করা। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দেগে বলেন, ‘দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত।’
এই কথার পরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময়ে তাঁরা আবারও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। এরপর অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, স্বাধীন সরকার, আশিস বিশ্বাস, সুদীপ মুখোপাধ্যায়, দুলাল বর–সহ অন্যান্যরা। এদিন বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে সরকারপক্ষ। কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানো হয় প্রস্তাবে। পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় সেই প্রস্তাব পেশ করতে শুরু করলে, হই–হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন তাঁরা। এরপর প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয় কৃষি আইনের নেতিবাচক দিকগুলি তুলে ধরেন। চাষিদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ‘কৃষকদের উপর যে অত্যাচার হয়েছে, তার জন্য বিজেপি সরকার দায়ী। আমাদের মধ্যে আদর্শগত বিভেদ থাকতে পারে। কিন্তু কৃষকরা লালকেল্লা দখল করতে গিয়েছিলেন, তা আমি বিশ্বাস করি না। কৃষকরা খলিস্তানি নয়। কৃষক বিলগুলি জোর করে পাশ করানো হয়েছে। তিনটি আইনই প্রত্যাহার করতে হবে। কৃষকদের সব কর মকুব করতে হবে।’ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বলতে থাকেন, ‘হয় আইন প্রত্যাহার করো, নাহলে সরকার গদি ছাড়ো।’
সরকার পক্ষের আনা প্রস্তাবের সমর্থনে মুখ্যমন্ত্রী বলতে থাকেন, এটা খুব দুঃখের বিষয় যে কেউ আন্দোলন করলে, সন্ত্রাসবাদী তকমা দিয়ে সেই আন্দোলন ভেঙে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি পুলিশের ইনটেলিজেন্স ফেলিওর ছিল। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। ছোট ঘটনা আন্দোলনের মধ্যে হতেই পারে। কিন্তু তার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্থানি বলার তীব্র বিরোধিতা করছি। এবার ৫ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। ৬ এবং ৮ তারিখ তার উপরে আলোচনা হওয়ার কথা। বিজেপি সরকার কৃষকস্বার্থ বিরোধী, আদানিদের পৃষ্ঠপোষকতা করছে বলেও বিধানসভায় ভাষণে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।