জেলা

মমতার সিলিন্ডার মিছিল উত্তরে

কলকাতায় যখন ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন শিলিগুড়িতে মহিলাদের সঙ্গে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আজ পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করছেন তিনি। এদিন থেকে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়ি থেকে তিনি পদযাত্রা করবেন। এখানে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। সুতরাং রাজ্যজুড়ে হাইভোল্টেজ সমাবেশ দেখবেন মানুষজন।
এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে ভিড় উপচে পড়েছে ভিড়। বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা বলেন, ‘‌সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, ডাল রাজ্য সরকার বিনামূল্যে দেয়। আর রান্নার গ্যাসের দাম ৮৫০ টাকা। মানুষ বাঁচবে কি করে?‌’‌
উল্লেখ্য, গত মাসেও দেখা গিয়েছিল, মোদীর সভার সময় পদযাত্রা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এবারও তার অন্যথা হল না। নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্য–রাজনীতির সুপার সানডে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না। প্রার্থী তালিকা ঘোষণার দিন তাই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘‌খেলা হবে, দেখা হবে, জেতা হবে।’‌