ব্রেকিং নিউজ রাজ্য

বরখাস্ত সাংসদদের পাশে মমতা

এবার সাংসদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং কংগ্রেস–সহ বিরোধী দলের আটজন সাংসদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে গোটা ঘটনাকে বিজেপি’‌র হাতে গণতন্ত্রের হত্যা বলে তোপ দেগেছেন তিনি।
জানা গিয়েছে, রবিবারই নিজের বাসভবনে একটি বৈঠক ডাকেন বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও ছিলেন সেই বৈঠকে। তখনই নিশ্চিত হয়ে যায় ডেরেক, দোলা–সহ বিরোধী সাংসদদের কড়া শাস্তির মুখ পড়তে হবে।
এদিন টুইটে তীব্র সমালোচনা করে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘কৃষক স্বার্থ রক্ষায় প্রতিবাদ জানানো ৮ জন সাংসদের সাসপেনশন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং স্বৈরাচারী শাসনের প্রতিফলন। এই সরকার গণতান্ত্রিক নিয়ম এবং আদর্শকে অসম্মান করছে। আটজন সাংসদ কৃষকদের জন্য লড়াই করেছে। আমরা মাথানত করব না এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদে ও সংসদের বাইরে প্রতিবাদ জানাব।’