নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫তম জন্মদিবস উপলক্ষ্যে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রার শেষে বক্তৃতায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, কলকাতা কেন রাজধানী হবে না? দেশের একটা অন্তত রাজধানী কলকাতায় করা হোক। ভারতের চার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সংসদের অধিবেশন করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘একটা সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। ভারতের একটা রাজধানী কেন কলকাতায় হবে না? আমি তো মনে করি, ভারতের একটা রাজধানী কলকাতায় হওয়া উচিত। দেশের চারটি প্রান্তে চারটে রাজধানী হোক।’ শুধু কলকাতায় নয়, দেশের চারটি প্রান্তে (উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ) রাজধানী করা হোক।
নেতাজির নাম বললে হৃদয়ে আবেগের জন্ম হয় বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুভাষচন্দ্র যে সংহতি এবং সম্প্রীতির কথা বলতেন এবং কাজে করে দেখাতেন, তা ভেঙে দিতে ইংরেজ সরকার ডিভাইড অ্যান্ড রুল চালু করেছিল। নেতাজির সেই চিন্তাধারাকে আমরা আজও স্মরণ করে চলেছি। এই দিনটাতে অনেকে ছুটির দিন হিসেবে কাটায়। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু’র জন্মদিনকে ছুটি ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। আমাদের এটাই দু:খ। আমি আজও প্রতিবাদ জানিয়ে বলছি, আজ হোক বা কাল এই দিনটাকে জাতীয় ছুটির দিন ঘোষণা করতেই হবে।’
রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। নেতাজির অন্তর্ধানের রহস্য প্রকাশ করতে হবে। যোজনা কমিশন তুলে দেওয়া হল ক্ষমতায় আসার পর। তৈরি করা হল নীতি আয়োগ। সেটা থাকতেই পারত। কিন্তু যোজনা কমিশন থাকতে পারত। যোজনা কমিশন ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘আমরা সবাই নেতাজির জন্মদিন জানি, কিন্তু আজ পর্যন্ত জানি না, তিনি কী ভাবে মারা গেলেন। আজ পর্যন্ত তদন্ত হল না। এই তথ্য প্রকাশ্যে আসা উচিত।’ নেতাজির বই বাধ্যতামূলক করা উচিত স্কুল–কলেজে। তরুণের স্বপ্নকে সিলেবাসে রাখা হোক বলে দাবি করেন তিনি।