তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পরই এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মালবাজারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন উত্তরবঙ্গের শিল্পপতিরা। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জানা গিয়েছে, আগামী ১৭ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মালবাজারে যাবেন তিনি। সূত্রের খবর, মালবাজারে তেসিমলা নামে একটি বেসরকারি রিসর্টে উঠবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মালবাজার পুরসভা এবং প্রশাসনিক স্তরের প্রায় ১০০ জন কর্মকর্তাকে নিয়ে বৈঠকের কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই মালবাজারের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। কার্যত সেকারণেই হড়পা বানের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত,দশমীর দিন রাত সাড়ে ৮টা নাগাদ মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই হড়পা বান আছড়ে পড়ে মাল নদীর পাড়ে। সেসময়ই ভেসে যায় অসংখ্য মানুষ। ঘটনায় প্রাণ হারান অসংখ্য মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওইদিন রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সহ জেলাশাসক।